চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কাঁচি দিয়ে খুঁচিয়ে স্ত্রীর একটি চোখ নষ্ট করে দিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশ ইয়ামিন ওরফে রবিন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত সোমবার রাতে উপজেলার ছলিমপুর সিডিএ আবাসিক এলাকার এ ঘটনায় বুধবার সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেছেন ওই নারী।
আহত আয়েশা আক্তার (২৬) জানান, তাদের ৪ বছরের একটি মেয়ে রয়েছে। সোমবার রাতে তার স্বামী ইয়ামিন কর্মস্থল থেকে বাসায় ফিরে কর্মস্থলের সমস্যা নিয়ে চিৎকার শুরু করেন। এ নিয়ে আয়েশা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় ইয়ামিন তাকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে কাঁচি দিয়ে আয়েশার বাম চোখে খোঁচা দেন। আয়েশা রাতে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে চাইলেও যেতে দেওয়া হয়নি। মঙ্গলবার সকালে স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে যান ইয়ামিন। পরীক্ষা-নিরীক্ষা শেষে চোখটি নষ্ট হয়ে গেছে বলে জানান চিকিৎসক।
আয়েশা আরও জানান, ওই দিন ইয়ামিন তাকে বাড়িতে নিয়ে আসেন ও জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে মঙ্গলবার রাতে আয়েশা এক আত্মীয়কে নিয়ে থানায় গিয়ে বিষয়টি ওসিকে জানান। এরপর ওসি দেলওয়ার হোসেনের নির্দেশে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ইয়ামিনকে আটক করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে আয়েশা বাদী হয়ে মামলা করেন। ইয়ামিনকে জেলহাজতে পাঠানো হয়েছে। সীতাকুণ্ড মডেল থানার এসআই সুজায়েত হোসেন বলেন, স্বামীর নির্যাতনে আয়েশা আক্তারের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।