কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মীর নাছির উদ্দিন বলেছেন, আওয়ামীলীগ সরকার রাতে ভোট চুরির মাধ্যমে এদেশের গনতন্ত্রকে দাফন দিয়েছে। এতে তারাও শান্তিতে নাই। ভোট চুরি করার কারনে জনগণের সামনে বড় করে কথা বলতে পারছেনা আওয়ামীলীগ। কয়েকদিন আগে আ’লীগের সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মদ বলেছেন, বিএনপি এদেশে দেউলিয়া হয়ে গেছে। তার এ কথার প্রতিবাদ জানিয়ে মীর নাছির উদ্দিন বলেন, যদি সাহস থাকে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন বিএনপি দেউলিয়া হয়েছে কিনা। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। বিএনপি’র শক্তি এদেশের জনগণ। বিএনপি নয় আওয়ামীলীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ বুধবার (২৭ মার্চ) বরিশাল শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে সাংগঠনিক সভায় পপ্রান বক্তা হিসাবে ছিলেন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন, বিশেষ বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, সাবেক সংসদ সদস্য মোসারেফ হোসেন মঙ্গু, গৌরনদী বিএনপির সভাপতি আবুল হোসন, হিজলা বিএনপি সভাপতি আলহাজ্ব গফফার তালুকদার, বরিশাল উত্তর জেলা মহিলা দল সভাপতি তাছলিমা বেগম ও সম্পাদক শায়লা শারমিন মিমু প্রমুখ। সাংগঠনিক সভায় গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদী হিজলা ও মেহেন্দিগঞ্জ সহ উত্তর জেলা বিএনপির নেতৃবন্দরা তাদের আগামী দিনের রাজনৈতিক কর্মকান্ড কিভাবে চলবে সে বিষয় নিয়ে মতামত ব্যাক্ত করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।