মাদারীপুর শিশু অপহরণ মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। বুধবার দুপুরে সদর উপজেলায় খােয়াজপুর ইউনিয়নের টােল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন সদর উপজেলার খােয়াজপুর এলাকার মৃত আফছার উদ্দিন মুনশির ছেলে ইলিয়াছ মুনশি (৪০) ও একই এলাকার সেলিম মুনশির ছেল প্লাবন মুনশি (৩০)।
র্যাব জানায়, শিশু অপহরণর একটি মামলায় পলাতক ছিলেন ইলিয়াছ ও প্লাবন। গােপণ সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে আসামিরা টােল প্লাজা এলাকায় অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কােম্পানী অধিনায়ক মাে. রইছ উদ্দিন বলেন, ‘গত বছরের ২৪ অক্টাবর একই এলাকার আসাদুজ্জামান মুনশির স্ত্রী সালমা বেগম ও তার এক বছরের শিশু সন্তানকে পূর্ব শত্রুতার জের ধরে জাের পূর্বক বাড়ি থকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। এ বিষয় মাদারীপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা হয়। মামলার পর থেকেই আসামিরা পালিয়ে ছিলেন। পরে আসামিদের মাদারীপুর সদর মডেল থানায় হস্থান্তর করা হয়ছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।