
প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ২২:৬

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মধ্য বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত অর্থায়নে স্কুল ব্যাগ বিতরণ করেছেন বেতাগী ইউপি চেয়ারম্যান নুর কুতুবুল আলম। বুধবার (২৭ মার্চ) সকালে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব স্কুল ব্যাগ তুলে দেন তিনি। এই উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি সৈয়দ মোহাম্মদ দৌলত মিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন বেতাগী ইউপি চেয়ারম্যান নূর কুতুবুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পম্পী দেবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জগলুল হুদা, স্থানীয় ইউপি সদস্য রফিক আহমেদ, জানে আলম, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. সাঈদ, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক এম দিদারুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য সৈয়দ সাজ্জাদ হোসেন, শিক্ষানুরাগী নাজমুল হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ শাহেদ হোসেন, জিয়া উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা মো. রিপন, মো. সেলিম, মো. ইলিয়াছ, ছাত্রলীগ নেতা নওশাদ মুন্না, ইকবাল হোসেন সবুজ, তানজীল আহমেদ জয়, মো. জিয়াউর রহমান, মো. আজগর, মো. মিনহাজ, মো. মোরাদ, শিক্ষক শংকর বিশ্বাস, শিমুল কুমার কর, প্রগতি চৌধুরী, শর্মী সাহা, শর্মি খরজার, নাসরিন সুলতানা, জুয়েল বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বেতাগী ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ করা হবে বলে জানানো হয়।

ইনিউজ ৭১/এম.আর