মনোহরদীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মহান স্বাধীনতা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৭শে মার্চ ২০১৯ ০৩:৫৯ অপরাহ্ন
মনোহরদীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মহান স্বাধীনতা দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদীর মনোহরদীতে মহান স্বাধীনতাও জাতীয় দিবস উৎযাপিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর নেতৃত্বে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ স্থানীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষে প্রত্যুষে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃমনিরুজ্জামান,মনোহরদী পৌরসভার পক্ষ হতে পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্বা সংসদ, জাতীয়পার্টিসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্বা জানায়।

সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়িত্ত সাশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উওোলন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে স্থানীয় প্রশাসন দিনভর নানা কর্মসূচি পালন করে। দিবসটির প্রথমার্ধে মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে ছাত্র ছাএীদের মার্চপাস্ট কুচকাওয়াজ শারিরিক কসরত, আলোচনা সভা ,সেমিনার, ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ ছাড়াও মনোহরদী পাইলট হাইস্কুল মাঠে মুক্তিযোদ্বাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়

সকাল ৮ টায় মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান বীরু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসসাদিকজামান, উপজেলা সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার মো. মতিউর রহমান তারা, নব-নির্বাচিত ভাইচ-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম.এস. ইকবাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ। সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব