রাজধানীর নর্দ্দা এলাকায় ১৯ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে বাসচাপায় নিহত হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ওঠার সময় যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার পর বাসটির চালক, কন্ডাক্টর ও হেলপারকে আটক করা হয়েছে। ঘাতক চালকের ফাঁসির দাবিসহ ৮ দফা দাবিতে শিক্ষার্থীরা দুই দিন বিক্ষোভও করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে তারা আন্দোলন স্থগিত করেন।
সম্প্রতি দুর্ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা গেছে, ঘাতক বাসটি আবরারকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ও পুলিশ মিলে বাসটি আটক করে। তবে দুর্ঘটনার পর রাস্তার মাঝখানেই বেশ কিছু সময় পড়ে থাকতে দেখা যায় আবরারকে। সূত্র: বাংলা ট্রিবিউন
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।