
প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ১৯:৪৫

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পুনর্ব্যক্ত করে বলেছে যে গত ৩০ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি। গতকাল (২৬ মার্চ) এক নিয়মিত সংবাদ সম্মেলনে ডিপার্টমেন্টের মুখপাত্র রবার্ট পালাদিনো সেই দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “… ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ভুয়া ভোট, ভোটার ও বিরোধীদের হুমকি দেওয়াসহ অনিয়মের খবর বিস্তৃতভাবে প্রকাশিত হয়েছে।”
সুত্রঃ ডেইলি স্টার

ইনিউজ ৭১/এম.আর