চট্টগ্রামে টেম্পু উল্টে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৭শে মার্চ ২০১৯ ১০:৫২ পূর্বাহ্ন
চট্টগ্রামে টেম্পু উল্টে নিহত ১

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পুরাতন ফিসারিঘাট এলাকায় যাত্রীবাহী টেম্পু উল্টে কৃষ্ণচন্দ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

‘রাতে নগরের পুরাতন ফিসারিঘাট এলাকায় যাত্রীবাহী টেম্পু উল্টে গেলে কৃষ্ণচন্দ নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তিনি আরও জানান, নিহত কৃষ্ণচন্দ কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার বাসিন্দা।

ইনিউজ ৭১/এম.আর