দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মোঃ ওমর ফারুক বাহিনীটির মহাপরিচালকের সাহসিকতা পুরস্কার পেয়েছেন। তিনি ২০১৮ সালের আভিযানিক কাজে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মহাপরিচালক থেকে র্যাব (সাহসিকতা) পুরস্কার গ্রহণ করেন। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে এ পুরস্কার তুলে দেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম (বার)।
মোঃ ওমর ফারুক এর নিজ জেলা ভোলা । তিনি বর্তমানে র্যাব–৩ (পুলিশ পরিদর্শক) পদে ঢাকায় আছেন। তিনি ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনতে যোগদান করেন । এরপরে ২০১৭ সালে ফেব্রুয়ারি মাসে র্যাবে যোগদান করেন । এর আগে তিনি পিরোজপুর, পটুয়াখালী, চট্টগ্রাম সহ তার কর্মস্থলেগুলোতে নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করেন।
মোঃ ওমর ফারুকসহ সাহসিকতা ও সেবা দুই ক্যাটাগরিতে মোট ৫৯ জন কর্মকর্তা ও সদস্যকে র্যাব মহাপরিচালক বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হয়। মনোনীত সদস্যরা পুরস্কার হিসেবে পাবেন ক্রেস্ট, সনদপত্র, নগদ টাকা ও ব্যাজ পেয়েছেন।সাহসিকতায় সম্মাননার জন্য র্যাব-৩ এর পুলিশ পরিদর্শক মোঃ ওমর ফারুক জানান, পুরস্কার পাওয়া সব সময়ের আনন্দের বিষয়। র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ সম্মাননা সামনের দিনে আমার কাজের গতি বাড়াবে বলে মনে করি। এ ছাড়া পুরস্কারের মধ্যদিয়ে দেশসেবায় আরো দায়বদ্ধ হয়ে গেলাম।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।