সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে মার্চ ২০১৯ ০৩:৫৫ অপরাহ্ন
সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মহান স্বাধীনতা দিবস জাঁক-জমকপুর্ণ ভাবে পালিত হয়েছে।মঙ্গলবার (২৬মার্চ) সকালে স্বাধীনতাদিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সকালে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা  নিবেদন করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় রাজনীতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পূস্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সকাল ৮টায় ঐতিহ্যবাহী অন্নদার মাঠে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। শ্রদ্ধাঞ্জলী ও মনোজ্ঞ ডিসপ্লের সময় উপস্থিত ছিলেন, সরাইল  উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আব্দুর রহমান, সরাইল নির্বাহী অফিসার এ এস এম মোসা,  সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভুইঁয়া,সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডঃ নাজমুল হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ তাহমিনা বেগম,মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা। পরে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম এর পরিচালানায়, বীর মুক্তিযোদ্বাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে। বিকালে একই স্হানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়মাঠের সার্বিক সহযোগিতায় ছিলেন সরাইল উপজেলা ক্রিড়া সংস্হার সাধারণ সম্পাদক এস এম ফরিদসহ সদস্যবৃন্দগন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব