মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতির বীর শহীদদের প্রতি কমিশনারদের শ্রদ্ধা নিবেদন। সংস্কৃতিক অনুষ্ঠান এবং গরু ও ছাগল জবাই করে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, কয়েকদিন আগে থেকেই বিজয় দিবস পালনের প্রস্তুতি নিচ্ছিল ইসি। আগেই কয়েকটি গুরু ও ছাগল কিনে রাখা হয়েছিল ইসি ভবনের নিচতলায়। এছাড়া সংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছিল কয়েক সপ্তাহ ধরে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে প্রধান নির্বাচন কমিশনারসহ ৫ জন কমিশনার ও সচিব মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ইসিতে এসে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন কমিশনাররা। এ অনুষ্ঠানে শিল্পীরা বিভিন্ন গান নাচ পরিবেশন করেন। সর্বশেষ খাওয়া দাওয়া করে কমিশনাররা চলে যান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।