
প্রকাশ: ২৬ মার্চ ২০১৯, ১৯:৩০

পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা, আনুষ্ঠানিকভাবে পুস্পমাল্য অর্পন, পতাকা উত্তোলন, সমাবেশ, কুজকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগীতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন্ উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহ মোঃ কাইউম, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, জেলা পরিষদের সদস্য শাহজাদী রেবেক শাহীন চৈতী, মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার, মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, মোস্তাফিজুর রহমান হিরন, অধ্যাপক আঃ জিয়াদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন, প্রেস কাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

ইনিউজ ৭১/এম.আর