
প্রকাশ: ২৬ মার্চ ২০১৯, ১৯:৩

নেছারাবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রদি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলার ন্যাশনাল সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার(২৬ মার্চ) সকালে উপজেলার স্বরূপকাঠি পৌরসভায় অবস্থিত শহীদ স্মৃতিস্তম্বে ফুলের চাক দিয়ে তারা শহীদদের বিন¤্র শ্রদ্ধা জানান। পরে স্মৃতিস্তম্বের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরনে সেখানে তারা এক মিনিট নীরবতা পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন,ক্রেডিট সুপারভাইজার মো. সাখাওয়াত হোসেন সহ উপজেলায় ন্যাশনাল সার্ভিসে কর্মরত কর্মীরা। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় ন্যাশনাল সার্ভিসে কর্মরত শিক্ষিত যুবক-যুবতিরা তাদের বেতন বৃদ্ধি ও পরিবারের আর্থিক নিরাপত্তার স্বার্থে চাকরী স্থায়ী করার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানান।

ইনিউজ ৭১/এম.আর