নেছারাবাদে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
মোঃ হাবিবুল্লাহ মিঠূ, উপজেলা প্রতিনিধি নেছারবাদ- পিরোজপুর
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে মার্চ ২০১৯ ১১:৩৬ পূর্বাহ্ন
নেছারাবাদে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন নেছারাবাদবাসী। মঙ্গলবার(২৬ মার্চ) সকাল সোয়া ৬টায় স্বরূপকাঠি পৌরশহরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্বে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন পিরোজপুর-১ আসনের সাংসদ মাননীয় মন্ত্রী শ.ম. রেজাউল করিমের পক্ষে ইউএনও ও মুক্তিযোদ্ধা। একই সাথে স্মৃতিস্তম্বে শ্রদ্ধা জানাতে আসেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, স্বরূপকাঠি প্রেসক্লাব সহ উপজেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংঘঠন।

মাননীয় মন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ স্মৃতি স্তম্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউএন সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেন, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, ওসি কেএম তারিকুল ইসলাম, স্বরূপকাঠি প্রেসক্লাবের পক্ষে সভাপতি মো. নজরুল ইসলাম সহ নানা রাজনৈতিক ও পেশাজীবি সংঘঠন। পরে সকাল ৮টায় উপজেলা সদরের সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।

ইনিউজ ৭১/এম.আর