
এখানে বৈষম্য আছে। নিত্যদিন দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই কোটি মানুষের বেঁচে থাকা। শত প্রতিবন্ধকতা পথ আগলে দাঁড়ায় এগিয়ে যাওয়া মানুষদের সামনে। রাজনৈতিক দৈন্যতা নাগরিক জীবনের উৎকর্ষ সাধনে বড় বাধা এখনও। এমন হাজারো সমস্যা বুকে ধারণ করেই এগিয়ে যাওয়া এক বিস্ময়ের নাম ‘বাংলাদেশ’। স্বাধীনতার ৪৮ বছরে এক অদম্য বাংলাদেশ। যে বাংলাদেশ হার না মানার উপাখ্যান তৈরি করে চলছে প্রতিনিয়ত। ভিখারির তকমা দিয়ে যে বাংলাদেশে খবরদারি করত বিশ্ব মোড়লেরা, বাংলাদেশের অগ্রযাত্রায় সেই মোড়লেরাও এখন অবাক চোখে তাকিয়ে থাকে।

ইনিউজ ৭১/এম.আর