বরিশালের আগৈলঝাড়ায় মহাসড়কের পাশে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার ওসি (তদন্ত) নকিব আকরাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার দুপুর দেড়টার দিকে আগৈলঝাড়া-গোপালগঞ্জ আ লিক মহাসড়কের পাশে কুয়াতিয়ারপাড় এলাকায় একটি ডোবা থেকে ৩৫/৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করেন তিনি।
এসময় স্যান্ডো গেঞ্জি পরিহিত অজ্ঞাতনামা ওই ব্যাক্তির জিন্সের পকেটে থেকে ৬ শতাধিক টাকার নোট, খুচরো টাকা (কয়েন), ৫টি ঔষধের ভায়েল, চকলেট, ম্যাচ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এঘটনায় সোমবারই থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করে পোস্ট মর্টেমেরে জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।