নরসিংদীর চারটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল (২৪ মার্চ) রবিবার। শনিবার (২৩ মার্চ) সকাল থেকেই জেলার চার উপজেলা শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরার মোট ৪১২টি ভোট কেন্দ্রের ১ হাজার ৮ শত ৮০টি ভোট কক্ষের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও ব্যালট পেপার কেন্দ্রে পাঠানো হয়েছে। স্ব-স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে এসব সরঞ্জাম পাঠানো হয়।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতমধ্যেই প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মিছবাহ উদ্দিন সাংবািকদের বলেন, নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যেট, ১৮ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, ১১ প্লাটুন বিজিবি ছাড়াও প্রতিটি উপজেলায় দুটি করে র্যাবের টিম ও পুলিশসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করতে পারবো বলে আশাবাদী।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।