১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী তাদের দোসররা এদেশের মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালায়। আজ সেই ভয়াল কালো রাত্রির গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (২৫ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ২৫ মার্চ গণহত্যা উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে সরাইল কেন্দ্রীয় শহিদ মিনারে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলামুক্তিযোদ্বা কমান্ডার মোঃ ইসমত আলী, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায় মুক্তিযোদ্বা এডঃ আব্দুর রাশিদ, যুদ্বকালী কমান্ডার মুক্তোযোদ্বা মোঃ আব্দুল্লাহ ভুইঁয়া, মুক্তিযোদ্বা আবুল কালাম আজাদ।
এছাড়াও উপজেলা মুক্তিযোদ্বা ডিপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ উদ্দিন (মোসন), সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহাম্মদ কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল,সাবেক অধ্যক্ষ বায়তুল হোসেন খন্দকার, সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোঃবদর উদ্দিন, সরাইল উপজেলা রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন প্রমুখ। এসময় প্রশাসনের সকল কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যমের ব্যক্তিগণ উপস্হিত ছিলেন, পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।