বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৫শে মার্চ ২০১৯ ০২:০৫ অপরাহ্ন
বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট ছনুয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৭টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৭ এর মেজর মেহেদি হাসান বলেন, সোমবার ভোরে টহল দেওয়ার সময় জলদস্যুদের অবস্থানের খবর পেয়ে ছোট ছনুয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোঁড়লে র‌্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক জলদস্যুর লাশ, ৭ টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ইনিউজ ৭১/এম.আর