চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট ছনুয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৭টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-৭ এর মেজর মেহেদি হাসান বলেন, সোমবার ভোরে টহল দেওয়ার সময় জলদস্যুদের অবস্থানের খবর পেয়ে ছোট ছনুয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোঁড়লে র্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক জলদস্যুর লাশ, ৭ টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।