
প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ৪:৩

ভোলার বোরহানউদ্দিনে পঞ্চম উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে রোববার কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট খরার মধ্যে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার মোঃ শহীদুল্লাহ জানান, ভাইস চেয়ারম্যান পদে রাসেল আহমেদ উড়োজাহাজ প্রতিকে আট হাজার দুই শত একষট্রি ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসমাইল খান টিউবওয়েল প্রতিক নিয়ে ছয় হাজার আট শত একাশ ভোট পান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা ইয়াসমিন প্রজাপতি প্রতিকে আট হাজার আট শত তিতাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধি রিয়াজুল জান্নাত শিরিন কলস প্রতিক নিয়ে চার হাজার ছয় শত সাতাশ ভোট পেয়েছেন। এ নির্বাচন নিয়ে মাহফুজা ইয়াসমিন পরপর তিনবার ও রাসেল আহমেদ দ্বিতীয়বারের মতো যথাক্রমে মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন। এর আগে গত ৭ মার্চ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্ধন্ধীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে ভাইস চেয়ারম্যান পদে মো. জুলফিকার আলী তুহিন হাওলাদার, মো. জসিমউদ্দিন মিয়া মনোনয়ন পত্র প্রত্যাহার না করলেও নিষ্ক্রিয় ছিলেন। তাদের কোন প্রচারণা ছিলনা।
