
প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ২:১৭

বরিশালের হিজলায় পঞ্চম উপজেলা পরিষদ ২০১৯ নির্বাচনে নৌকা প্রার্থীর ভরাডুবি হয়েছে। এখানে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে জয়লাভ করেছেন। হিজলায় এবার উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন। নৌকা প্রতীক নিয়ে সুলতান মাহমুদ টিপু , স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে বেলায়েত ঢালী এবং কাপ পিরিচ প্রতীক নিয়ে এডভোকেট কাজী জাকির হোসেন।
২৪ মার্চ ভোটের দিনে ভোটার উপস্থিতি নগন্য ছিল। তার পরেও যে ভোট পরেছে তাতে স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীক বিপুল ভোটে জয়লাভ করে। সাথে সাথে নৌকা প্রার্থী ভরাডুবি হয়। দীর্ঘ দশ বছর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন সুলতান মাহমুদ টিপু। পাশাপাশি পুরুষ ভাইস চেয়ারম্যান হয়েছেন, তালা প্রতীক নিয়ে মোঃ আলতাব হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন, ফুটবল প্রতীক নিয়ে নাজমা বেগম।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
