গোপালপুরে র‌্যালি ও আলোচনার সভা মধ্য দিয়ে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৪শে মার্চ ২০১৯ ০৬:২৪ অপরাহ্ন
গোপালপুরে র‌্যালি ও আলোচনার সভা মধ্য দিয়ে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়

"এখনই সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়বো " এই প্রতিপাদ্য টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোপালপুর টাংগাইল যক্ষ্মা নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে (২৪ মার্চ ১৯) রোজ রবিবার, সকাল ১০ ঘটিকার সময় উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করে, উক্ত র‌্যালি টি  পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে, র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেয়। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলিম আল রাজী, গোপালপুর থানার ওসি মো. হাসান আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, সিনিয়র টিসিএল মো. মোবারক হোসেনুরন, টিসিএল শাহানাজ পারভীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহন করে।

ইনিউজ ৭১/এম.আর