বরিশালের আগৈলঝাড়ায় এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে মামলা দায়েরের পর লাশ মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামশীল গ্রামের বিমল বাড়ৈর ছেলে বিপ্লব বাড়ৈ (২৩) কে স্বজনের শনিবার সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করলে স্বজনেরা পুলিশকে না জানিয়ে তরিঘরি করে লাশ নিয়ে বের হবার সময় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় শনিবার রাতেই অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, নং-৯ (২৩.৩.১৯)। বিপ্লবের স্বজনদের বরাত দিয়ে ওসি মো. আফজাল হোসেন জানান, বিপ্লব আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকার একটি কোম্পানীতে চাকুরী নেয়। ঢাকা থেকে শুক্রবার সে বাড়িতে আসে। শনিবার বিকেলে সে গলায় রশি দেয় বলে জানায়। বিপ্লবের মৃত্যু নিয়ে রহস্যর সৃষ্টি হওয়ায় এসআই আলমগীর হোসেন হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। মৃত বিপ্লবের কাকা নির্মল বাড়ৈ মামলা করলে রোববার সকালে লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।