পুরান ঢাকায় এবার কাগজের কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৩শে মার্চ ২০১৯ ১০:৫৯ অপরাহ্ন
পুরান ঢাকায় এবার কাগজের কারখানায় আগুন

পুরান ঢাকার শহীদনগরে একটি কাগজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, শনিবার রাত ৯টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট রাত ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। ২০১০ সালের ৩ জুন রাতে পুরান ঢাকার নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ১২৫ জনের মৃত্যু হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব