ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে খুঁটির ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে ধন মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার (২৩মার্চ) সকাল সাড়ে ছয়’টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধন মিয়া জাহাঙ্গীরপাড়ার মোঃ বজলু মিয়ার ছেলে।নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, শুক্রবার রাতে ঝড়ে জাহাঙ্গীরপাড়া এলাকায় বিদ্যুৎ লাইনের তার ছিড়ে ও একটি গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে যায়। এসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। রাতেই স্থানীয়রা বিষয়টি বিদ্যুৎ কর্মীদের অবগত করেন। ভোররাতে এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়।
সকালে গাছের ডাল পড়ে থাকতে দেখে কৃষক ধন মিয়া এটি সরাতে গেলে ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এ ঘটনার পর দুপুর পর্যন্ত ঘটনাস্থলে স্থানীয় বিদ্যুৎ বিভাগের কেউ আসেননি। এতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। এদিকে পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তিটিকে হারিয়ে নিহত ধন মিয়ার দুই ছেলে, এক মেয়ে ও তার অসহায় স্ত্রী একেবারে ভেঙ্গে পড়েছেন।সরাইল বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন জানান, বিষয়টি তাকে কেউই জানায়নি। তাছাড়া শুক্রবার রাতের ঝড়ে এলাকার বেশকয়েকটি খুঁটির তার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এসব মেরামতের পর রাতেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। জাহাঙ্গীরপাড়ার বিষয়টি তিনি খোঁজখবর নিবেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।