প্রচারণায় উত্তাল সরাইলে শেরআলমের মোটর গাড়ি

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ২৩শে মার্চ ২০১৯ ১২:৩৬ অপরাহ্ন
প্রচারণায় উত্তাল সরাইলে শেরআলমের মোটর গাড়ি

প্রকৃতির নিয়মে শীতের শেষ না হতে নেমেছে বৃষ্টি তার মাঝে গরম তার সাথে উপজেলা নির্বাচনকে ঘিরে মাঠে ময়দানে গরম করছে বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোটরগাড়ি প্রতীকের মোঃ শের আলম মিয়া। তিনি উপজেলার প্রত্যন্ত এলাকার ইউননিয়নসহ গ্রামও বাদ রাখেননি। গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মোটরগাড়ি  প্রতীকে ভোট চাওয়াসহ বিভিন্ন পন্থায় প্রচারণা-গণসংযোগ বেশির ভাগ সময় পার করছেন। তিনি নির্বাচনের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন মোটরগাড়ি প্রতীকের বিজয়ের প্রত্যাশায়। তার সঙ্গে প্রচারণায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগ, যুবলীগও ছাত্রলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।আবার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দলের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও থেমে নেই প্রচার-প্রচারণা, মনোনয়ন দাখিলের আগ থেকেই।এর মাধ্যমে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ শের আলম মিয়া  শুভাকাঙ্ক্ষীও সমর্থকরা অনবরত মোটরগাড়ির পক্ষে দিনভরও রাতসহ প্রচারণা চালাচ্ছেন। দলমত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন।অন্যদিকে শের আলমের সমর্থনে প্রবাসীরাও বিভিন্ন মিছিল-মিটিং ও সভা করে যাচ্ছেন অনবরত।সরাইল উপজেলা যুবলীগের সভাপতি এ্যাডঃ আশরাফ উদ্দিন মন্তু বলেন, এবার এ উদয়মান নেতা বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শের আলম এর মোটরগাড়ির পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে পেরেছে অতীতের কোনো প্রার্থীরা এর ধারে কাছেও না। নির্বাচনী মাঠে ভোটার ও নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছে।ভোটের দিন সাধারণ ভোটাররা ভোটের মাধ্যমে বিপ্লব ঘটাবে বলেও জানান এ নেতা। তিনি আরো বলেন, যেখানেই যাচ্ছি সাধারণ মানুষের ভালোবাসা ও ভোটারের সাড়া পাচ্ছি রীতিমতো। ইনশা আল্লাহ ৩১মার্চ নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতায় মোটরগাড়ি জয়যুক্ত হবে বলে জানান তিনি। 

স্বতন্ত্র প্রার্থী মোঃ শের আলম বলেন, নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া আচরণবিধি মেনেই নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।প্রতীক পাওয়ার পর থেকে প্রতিটি পাড়ায়-মহল্লায় এমনকি মানুষের ঘরে যাওয়ার সুযোগও হয়েছে আমার। ওই সময় প্রত্যেক ভোটার আমাকে মোটরগাড়ি মার্কায় ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ইনশাআল্লাহ আগামী ৩১ মার্চ মোটরগাড়ির বিজয় হবে এবং জনগণের দেওয়া ভালবাসার প্রতিদান আমি যেকোন মূল্যে দেব। "আমি আপনাদের শের আলম "উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

ইনিউজ ৭১/এম.আর