বিড়ালছানা হত্যা মামলায় তরুণীর জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৩শে মার্চ ২০১৯ ১০:৫৪ পূর্বাহ্ন
বিড়ালছানা হত্যা মামলায় তরুণীর জামিন

একটি বিড়ালের বাচ্চাকে হত্যা করে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ আলাদা করার অভিযোগে গ্রেফতার ইশরাত জাহান মেহজাবিনকে জামিন দিয়েছে ঢাকা মহানগর হাকিম আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম ধীমান ঘোষ তার জামিন আবেদন মঞ্জুর করেন। এদিকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক নয়ন দেবনাথ। অপরদিকে ইসরাতের আইনজীবী জামিনের আবেদন করেন। এর আগে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে মুগদা থানা পুলিশ।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, গত ১৭ মার্চ রাত ১০টার দিকে জীবন্ত বিড়ালের বাচ্চাকে হত্যা ও ভিডিও ধারণ করে ইশরাত জাহান মেহজাবিন। এরপর বাচ্চাটির মৃতদেহ পলিথিনে রেখে ময়লার ঝুড়িতে ফেলে দেন এবং পরদিন ১৮ মার্চ ময়লাওয়ালা তা নিয়ে যায়। বিড়ালটিকে হত্যার ভিডিওটি ১৭ মার্চ ধারণ করা হলেও ইশরাত জাহান তা নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করেন ১৯ মার্চ রাত ৯টার দিকে।

নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের ভিডিওটি রাতের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি প্রাণীকে এভাবে হত্যার নিন্দা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একইভাবে ভিডিওটি চোখে পড়ে প্রাণীদের কল্যাণে কাজ করা সংগঠন কেয়ার ফর পস-এর সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের। তিনি প্রতিষ্ঠানের সহকর্মীদের সঙ্গে কথা বলে তরুণীর পরিচয় ও ঠিকানা খুঁজে বের করেন। এরপর ২১ মার্চ দুপুরে ইশরাতের বাসায় যান তারা।

ইনিউজ ৭১/এম.আর