
প্রকাশ: ২২ মার্চ ২০১৯, ১:২২

বরিশালে প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন তিন দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া ৯টায় জাতীয় সংঙ্গীত পরিবেশন এবং পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এই প্রতিযোগীতার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আ লিক কেন্দ্র পরিচালক ড. অলক কুমার সাহা।
নগরীর বিএম কলেজ মাঠে উদ্বোধন হওয়া এই ক্রীড়া প্রতিযোগীতায় বরিশাল, ঝালকাঠী ও পটুয়াখালী জেলার ৭টি কলেজের শিক্ষার্থীরা চয় ধরনের খেলায় অংশগ্রহণ করছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
