সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ নয়, তবে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর মগবাজারে বায়তুল হাসান জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিদিন সড়কে নতুন নতুন গাড়ি যোগ হচ্ছে, সে তুলনায় রাস্তা বাড়ছে না।
‘সেফ সিটি’ নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে জানিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশ সফল দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য দেশকে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আরো অভিজ্ঞতা নিয়ে কাজ করতে হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।