প্রকাশ: ২২ মার্চ ২০১৯, ২০:৯
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে তার দাফন সম্পন্ন হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে অনুষ্ঠিত এই জানাজায় প্রধান
যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবেন—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে শহীদ হাদির জানাজা পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, ওসমান হাদি আমাদের বুকের ভেতর আছেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে এই নামাজে জানাজা সম্পন্ন হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মানুষের অংশগ্রহণে জানাজাস্থল জনসমুদ্রে পরিণত হয়। ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষের ঢল নামে দক্ষিণ
চব্বিশের গণঅভ্যুত্থানের শীর্ষ নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে ঘিরে শনিবার জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয়েছে এক অভূতপূর্ব জনসমুদ্রে। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই লাখো মানুষ সেখানে জড়ো হতে থাকেন। শনিবার বেলা সাড়ে ১১টার আগেই পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এই ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে হাদির মরদেহ পুনরায় জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। সেখানে মরদেহ গোসল করিয়ে জানাজার জন্য প্রস্তুত করা হবে। পরে মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজার