বরিশালের আগৈলঝাড়ায় কৃষি প্রযুক্তি হস্তান্তর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এনজিও কারিতাস এর আয়োজনে উপজেলার বাকাল হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে কৃষি প্রযুক্তি হস্তান্তর মেলা অনুষ্ঠিত হয়।
কারিতাস’র সুফল- ২ প্রকল্প প্রোগ্রাম অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কৃষি প্রযুক্তি হস্তান্তর মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সুফল-২ প্রকল্প মনিটরিং অফিসার জয়ন্তী ভি গোমেজ, এটিও নোবেল বিশ্বাস, ইউপি সদস্য বিনয় বৈরাগী, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী ও স্বপন দাস প্রমুখ। মেলায় উপজেলার বাকাল ও রাজিহার ইউনিয়নের ৮টি গ্রামের কৃষি কাজের সাথে জড়িত প্রায় ২ হাজার নারী-পুরুষের সমন্বয়ে বছর ভিত্তিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে স্বল্প পুঁজিতে শাক-সবজি উৎপাদন, হাঁস-মুরগী ও গবাদী পশু পালন, মাছ চাষ ও ধান চাষে অধিক লাভবান হওয়ার কিছু প্রযুক্তি প্রদর্শন করা হয়। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কৃষি প্রযুক্তি হস্তান্তর মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলের বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিথীরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।