কক্সবাজারে পৃথক দুটি কথিত বন্দুকযুদ্ধে এক রাতে নিহত হয়েছে তিনজন। পুলিশের দাবি, নিহদের দুজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। আর অপরজন পর্যটক হত্যা মামলার আসামি।পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফের রাজেরছড়া এলাকায় ইয়াবা কারবারিদের সঙ্গে গোলাগুলি হয় পুলিশের। এতে ঘটনাস্থলেই নিহত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি টেকনাফের নাজিরপাড়া এলাকার নূর মোহাম্মদ ও জালিয়াপাড়ার নূরুল আমিন।এ সময় ঘটনাস্থল থেকে আটটি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড গুলি ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এদিকে, কক্সবাজার শহরের খুরুশকুল এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী কোরবানী আলী নিহত হয়েছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, কোরবান আলী পর্যটক আবু তাহের সাগর হত্যা মামলার আসামি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।