বাসচাপায় মানিকগঞ্জে প্রাণ গেল বাবা-ছেলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে মার্চ ২০১৯ ১১:০৮ অপরাহ্ন
বাসচাপায় মানিকগঞ্জে প্রাণ গেল বাবা-ছেলের

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের পুখুরিয়া নামকস্থানে নীলাচল নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফরিদপুর জেলার মধুখালি উপজেলার সাথুরাপুর গ্রামের মো. ওবায়দুল্লাহ (৩৫) ও তার শিশু সন্তান মো. আবদুল্লাহ (৫)।বরঙ্গাইল হাইওয়ে থানা পুলিশ জানায়, ফরিদপুর জেলার মধুখালি এলাকার বাসিন্দা ওবায়দুল্লাহ তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি বাস সামনের দিক থেকে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।দুর্ঘটনার পরপরই জেলা পুলিশের সহযোগিতায় হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে। তবে এর চালক ও সহকারী পালিয়ে যান।

বরংগাইল হাইওয়ে থানা পুলিশের (ইনচার্জ) ইয়ামিন উদ-দৌলা জানান, দুর্ঘটনায় নিহত ওবায়দুল্লাহ পেশায় একজন সিএনজি চালক। গ্রামের বড় ভাইয়ের ছেলের সুন্নতেখাৎনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে নিজ বাড়িতে যাচ্ছিলেন। শুক্রবার বাড়িতে থেকে শনিবার পরিবার রেখে একাই ঢাকা ফিরবেন। এ কারণে স্ত্রী ও কন্যা সন্তানকে যাত্রীবাহী কোচে উঠিয়ে দেন। একাই মোটরসাইকেল নিয়ে বাড়িতে রওনা দেয়ার সময় শিশুপুত্র তার সঙ্গে যাওয়ার বায়না ধরে। একমাত্র সন্তানের জিদ পুরন করতে স্ত্রী ও কন্যা সন্তানদের গাড়িতে উঠিয়ে দিয়ে তিনি পুত্রসন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে রওনা দিয়ে দুর্ঘটনার শিকার হন।