পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত ছাত্র-ছাত্রীদের ভর্তি কোঠা, দলিত জনগোষ্ঠিকে বিকল্প পেশায় উৎসাহিত করার পাশাপাশি কারিগরি শিক্ষা প্রশিক্ষনের সুযোগ বাড়ানো, দেশের সকল জেলায় দলিত জনগোষ্ঠিকে সামাজিক নিরাপত্তায় কর্মসূচির আওতায় আনা, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ আইন কমিশন সুপারিশকৃত প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করাসহ আট দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোড়ে দলিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন জেলা ও মহানগর কমিটির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ললিত দাস। একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন সাংবাদিক সুশান্ত ঘোষ, মাইনোরিটি ফোরামের সভাপতি রনজিত দত্ত, বিডিইএম’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার ভক্ত, উন্নয়ন সংস্থা রান-এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, দলিত জনগোষ্ঠির মহানগর কমিটির সভাপতি পঙ্কজ সরকার, উমা সরকার প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।