রাঙ্গুনিয়ার কাপ্তাই সড়কে চাঁদের গাড়ি উল্টে চালক আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে মার্চ ২০১৯ ০৯:২৮ অপরাহ্ন
রাঙ্গুনিয়ার কাপ্তাই সড়কে চাঁদের গাড়ি উল্টে চালক আহত

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দ্রুতগামী একটি চাঁদের গাড়ি উল্টে চালক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। আহত চালকের না মো. জীবন (২৫)। তার বাড়ি উপজেলা রাজানগর ইউনিয়নের রাণীরহাট এলাকায়। প্রত্যক্ষদর্শী মো. সেকান্দর হোসেন বলেন, ‘উত্তর রাঙ্গুনিয়া থেকে ইট বোঝাই চাঁদের গাড়িটি (চট্টগ্রাম-ম-৪৮৭২) চন্দ্রঘোনা যাচ্ছিল। যাওয়ার পথে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় গেলে দ্রুতগামী এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির চালক গুরুতর আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।