সরকার বহন করবে না সড়ক মন্ত্রণালয়ের ব্যর্থতা : হানিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে মার্চ ২০১৯ ০৬:৫৫ অপরাহ্ন
সরকার বহন করবে না সড়ক মন্ত্রণালয়ের ব্যর্থতা : হানিফ

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-হানিফ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ‘৭১ সালে পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।এসময় হানিফ আরো বলেন, যারা সড়কের দায়িত্বে আছেন তাদের কাছে জানতে চাই নিরাপদ সড়কের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া সিদ্ধান্ত গুলো কেন বাস্তবায়ন হয়নি? সড়ক মন্ত্রণালয়ের ব্যর্থতা সরকার বহন করবে না।হানিফ বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে মামলা কিংবা সাজার ব্যাপারে আওয়ামী লীগের হাত নেই। কারাবিধি অনুসারেই বেগম জিয়ার চিকিৎসা হবে। একজন কয়েদির চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব কারা কর্তৃপক্ষের।