বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকৃত হেয়ার স্টাইল এবং দাঁড়ি ও গোঁফ মডেলিং এর ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।টাঙ্গাইলের ভূঞাপুরে বিকৃত স্টাইলে দাঁড়ি ও গোঁফ কাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা শীল (সেলুন) সমিতি। ভূঞাপুর উপজেলা শীল সমিতির সভাপতি শেখর চন্দ্র শীল এবং সাধারণ সম্পাদক অরুন চন্দ্র শীল স্বাক্ষরিত এক জ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকৃত হেয়ার স্টাইল এবং দাঁড়ি ও গোঁফ মডেলিং এর ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ৪০ হাজার টাকা অর্থদণ্ডসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, হেয়ার স্টাইলের কোনও ক্যাটালগ দোকানে প্রদর্শনও করা যাবে না।ভুঞাপুর উপজেলা শীল সমিতির বিজ্ঞপ্তি এই আদেশ অমান্য করলে ভুঞাপুর উপজেলা শীল সমিতি কোনও দায়ভার নেবে না বলেও সেখানে উল্লেখ করা হয়। তবে ঠিক কোন স্টাইলগুলোকে ‘বখাটে’ বলা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।এ বিষয়ে ভূঞাপুর উপজেলা শীল সমিতির সভাপতি শেখর চন্দ্র শীল ঢাকা ট্রিবিউনকে বলেন, ‘‘আমরা আমাদের সমিতির সদস্যদের লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক করেছি। এ নির্দেশনা অত্যন্ত কঠোরভাবে কার্যকর করা হবে এবং এতে কাউকে কোনও ছাড় দেওয়া হবে না।’’