বরিশালের আগৈলঝাড়ায় নৈশ প্রহরীর পাহাড়া চলাকালিন সময়ে এক রাতে তিন দোকানে চুরি সংঘঠিত হয়েছে। চোরের দল মূল্যবান মালামাল ও নগদ অর্থ হাতিয়ে নিয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার সরবাড়ি বাজারে দুই জন নৈশ প্রহরী দ্বায়িত্ব পালনরত থাকা অবস্থায় তালা ভেঙ্গে জ্বালানী ব্যবসায়ি সুধীর রঞ্জন হালদারের দোকান থেকে ১১টি গ্যাস সিলিন্ডার, মবিল ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। একই বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ি দীপংকর হালদারের দোকানের মূল্যবান মালামাল নিয়ে গেছে।
বাজারের অপর ব্যবসায়ি পরিতোষ হালদারের দোকান থেকে ১২টি গ্যাস সিলিন্ডারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে এসআই নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ভুক্তভোগী ব্যবসায়িরা মামলা দিলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।