আজ ২১ মার্চ, বিশ্ব বর্ণবৈষম্য বিলোপ দিবস। বিশ্বের বিভিন্ন দেশে নানাভাবে দিবসটি পালিত হয়। ১৯৬০ সালের ২১ মার্চ দক্ষিণ আফ্রিকার শার্পভিলে রাষ্ট্রের বর্ণবাদী আইন পাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন ৬৯ জন মানুষ। ওই বর্বর হত্যাকাণ্ডের দিনটিকেই ১৯৬৬ সালে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।
এরপর থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটি পালিত হয়। দিবসটি পালনে সরকারের পক্ষ থেকেও নানা কর্মসূচি নেয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্কুল-কলেজে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের কাছে সচেতনতামূলক বাণী, বক্তৃতা, তথ্য তুলে ধরা হবে আজ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।