
প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ১৬:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এমনভাবে পালন করা হবে এবং এমন অনুষ্ঠান করা হবে যাতে তৃণমূল পর্যন্ত বুঝতে পারে। একই সঙ্গে এসব অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে যেন এ দেশের মানুষ সঠিক ইতিহাস জানতে পারে। তিনি বলেন, শুধু ঢাকা শহর বা দেশের বড় বড় শহরে যেন এটা সীমাবদ্ধ না থাকে, আমরা সারাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানমালা ছড়িয়ে দিতে চাই। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির যৌথসভায় এসব কথা বলেন। অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অধ্যাপক ড. আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/এম.আর