রাঙ্গুনিয়ায় ৭৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মার্চ) সকালে পৌর এলাকার সৈয়দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে “সৈয়দবাড়ি সমাজ কল্যান ঐক্য সংঘ’র উদ্যোগে এসব সামগ্রী দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা কেপিএম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুল হক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন সৈয়দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্কাছ, অভিভাবক-শিক্ষক এসোসিয়েশনের সভাপতি মাওলানা আবদুর রহমান জামী, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসাইন, শিক্ষিকা বর্ণালী বিশ্বাস, সৈয়দবাড়ি মানবাধিকার কমিশনের সভাপতি মাহাবুবুল আলম সিকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, শিক্ষানুরাগী আলতাফ হোসেন, “সৈয়দবাড়ি সমাজ কল্যান ঐক্য সংঘ’র সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক জুয়েল রানা, অর্থ সম্পাদক শিহাব উদ্দিন, সহ অর্থ সম্পাদক ইমরান হোসেন,প্রচার সম্পাদক মো. রিপন, সিনিয়র সদস্য মো. আবু জাহেদ, আসিফ আলম, নাজমুল হোসেন, মো. আল আমিন, মো. রাজন প্রমুখ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।