
প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ২১:২

রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত পরিবহনের বাস চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহতের ঘটনায় ৮ দফা দাবি নিয়েই সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে ক্লাস বর্জন করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এ সময়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বিক্ষোভরত শিক্ষার্থীদের ক্লাশে ফেরার আহ্বান জানিয়ে বলেন, সুপ্রভাত বাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এ ব্যাপারে আলোচনা করা হচ্ছে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আবরার আহমেদের নিহতের ঘটনায় দায়ী চালক ও হেলপারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে।
এর পরে শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবি বাস্তবায়নের জন্যে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের ৮ দফা দাবিগুলো হচ্ছে :-
৫। সড়কে হত্যার সাথে জড়িত সকলকে সর্বোচ্চ আইনের আওতায় আনতে হবে এবং চলমান আইনের পরিবর্তন করতে হবে।


ইনিউজ ৭১/এম.আর