
প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ২০:৪২

রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত পরিবহনের বাস চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে ক্লাস বর্জন করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। সকাল সাড়ে ৯টার দিকে ফের প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে বিইউপি শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় আইইউবি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এতে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ রয়েছে।

ইনিউজ ৭১/এম.আর