রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত পরিবহনের বাস চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো তারা এ সড়ক অবরোধ কর্মসুচি শুরু করে। এ সময়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সু-প্রভাত পরিবহনের বাস চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরীর বাবার নামে ফুটওভার ব্রীজের উদ্বোধন করেন। বিক্ষোভরত শিক্ষার্থীদের ক্লাশে ফেরার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, সুপ্রভাত বাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এ ব্যাপারে আলোচনা করা হচ্ছে। তিনি বলেন, সড়ক দূর্ঘটনায় আবরার আহমেদের নিহতের ঘটনায় দায়ী চালক ও হেলপারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে।
এ সময় শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক দাবি করে ডিএমপি কমিশনার বলেন, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে দেশে ফিরলে সড়কে শৃঙ্খলা ফেরাতে আরও উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান। এছাড়া সড়কে কোথায় কোথায় ফুটওভার ব্রীজ স্থাপন করা হবে সেটাও পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় তিনিও আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাশে ফেরার আহ্বান জানান।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।