গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভেন্নাবাড়ী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গোপালগঞ্জ জেলা শহরের ইসলামবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫) ও মোহাম্মদপাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯)। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম, রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি সদর উপজেলার গোবরা স্টেশন থেকে গোপালগঞ্জ রেলস্টেশনে যাচ্ছিল।
এ সময় মোটরসাইকেলে গোপালগঞ্জ-বর্ণি সড়কের ভেন্নাবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিন যুবক নিহত হন। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।