ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ব্রাহ্মণবাড়িয়া সরাইল অফিসের উদ্যোগে বীমার মরণোত্তর দাবীর চেক প্রদান করা হয়। সোমবার (১৯মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার জয়ধকান্দি আলীম উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের রোমে মোঃ মোস্তুফা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলার লাইফ ইন্স্যুরেন্সের জোনাস ম্যানেজার সুদীপ দত্ত তনু, বিশেষ অতিথি ছিলেন জয়ধরকান্দি আলীম উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সরাইল রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল লাইফ ইন্স্যুরেন্সের সহকারী জোনাল ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, জেলা সমন্বয়কারী মোঃ সেলিম আহম্মেদ, ব্রাঞ্চ কোঅর্ডিনেটর মোছাঃ নুরজাহান আক্তার প্রমুখ তা ছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ গণের উপস্থিতে সাজু বেগমের হাতে বীমার মরণোত্তর দাবীর ১,৬৫,২০০ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দগণ। শুরুতে চেক প্রদান অনুষ্টানে পবিত্র কোরআন পাঠকরেনমাওলানা মোঃএমরান হোসেন মাজহারী।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।