বরিশালের আগৈলঝাড়ায় গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রী জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। জানা গেছে, গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী গ্রামের ফরহাদ সরদারের মেয়ে গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী পায়েল আক্তার (১২) কিছুদিন ধরে অসুস্থ হয়ে নিজ বাড়িতে জ্বরে ভুগছিল।
সোমবার রাতে পায়েল জ্বরে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন তাকে মৃত ঘোষনা করে। পায়েলের মৃত্যুতে গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।