আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকালে প্রগতি সরণি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বিইউপি’র ছাত্র আবরার হোসেনের সহপাঠীদের দাবির পরিপ্রেক্ষিত তিনি এসব কথা বলেন। রাজধানী ঢাকার কোনো রুটেই সুপ্রভাত বাস চলবে না বলে জানিয়েছেন ঢাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, ‘আমি ইতোমধ্যে সংশ্লিষ্টদের বলেছি সুপ্রভাতের লাইসেন্স বাতিল করতে হবে। ঢাকায় সুপ্রভাত চলবে না।’ মেয়র বলেন, ‘আমি মনে করি ছাত্রদের দাবি যৌক্তিক। আমি কথা দিচ্ছি ছাত্রদের নিয়ে মাসে অন্তত দুই দিন বসব। তাদের মতামত নিয়ে বাস রুট ফ্র্যাঞ্চাইজ করব। এটা করতেই হবে।’ তিনি আরও বলেন, ‘আজ থেকে সিটিং সার্ভিস সিস্টেম চালু করতে হবে। আমি এখন থেকে নির্দেশ দিচ্ছি বাস থামানোর জায়গা চিহ্নত করে মার্কিং করে দেব। নির্দিষ্ট জায়গায় বাস থামাতে হবে।
’সুপ্রভাত বাসের চালকের আইন অনুযায়ী শাস্তির কথা তুলে ধরে মেয়র বলেন, ‘অবশ্যই আমাদের আইন অনুযায়ী শাস্তি হবে।’ এর আগে সকাল ৭টায় প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের ধাক্কায় আবরার আহমেদ চৌধুরী নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) এক ছাত্র নিহত হন। এই ঘটনায় ঘাতক বাসচালক সেরাজুলকে (২৫) আটক করা হয়েছে। এ দুর্ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করে ঘাতক বাস চালকের ১০ দিনের মধ্যে ফাঁসি দাবি করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।