সোমবার দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে কোন প্রার্থী না থাকায় সরকার দলীয় নৌকা মার্কার সমর্থিত প্রাথী সিরাজুল ইসলাম খান রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাহমুদুর রহমান পিন্টু (টিউবওয়েল) মার্কা নিয়ে ৩২২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহিনুর রহমান মন্টি (চশমা) ১৪৮২৯ পেয়েছেন।
অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফেরদৌস হাসান সুমন (উড়োজাহাজ) ৯০৯০,আনছার আলী (মাইক) ৬৩৫,বেলাল হোসেন (তালা) ৫৭৪ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা বেগম চাঁপা (হাঁস) মার্কা নিয়ে ৩৩৯৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এড.আলোগুপ্তা (কলস) ১৬৩৫৫ পেয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহমুদা শফিক (প্রজাপতি) ৪৭৫৮ ভোট পেয়েছেন। ভোট গ্রহন সময়ে কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। তবে ভোটার উপস্থিতি ছিল খুবকম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।