গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “জাটকা সপ্তাহ সংরক্ষণ- ২০১৯” উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী সদা তৎপর ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৯ মার্চ ২০১৯ তারিখ ভোর ০৩.৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী ঢাকা জোনের অধীনস্থ বিসিজি স্টেশান পাগলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার অর্ন্তগত বুড়িগঙ্গা নদীর শোয়ারিঘাট এলাকা থেকে ২,০০০ কেজি অবৈধ জাটকাসহ ০২ হাইস্পিড বোট জব্দ করা হয়।
পরবর্তীতে মৎস্য কর্মকর্তা এর উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় গরীব দুস্থ ও এতিমখানায় বিতরন করা হয় এবং হাইস্পিড বোট পরবর্তী কার্যক্রমের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি জাটকা নিধন রোধে কোস্ট গার্ড বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। এ সংক্রান্ত স্থির চিত্র সংযুক্ত করা হলো।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।